, , No Comments

অপূর্ব-ফারিয়ার ‘ব্যাক টু লাভ’

Logoআপডেট: সোমবার, ০৩ আগস্ট, ২০১৫
এবি প্রতিবেদক
প্রথমবারের মতো কোন নাটকে জুটিবেঁধে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী অপূর্ব ও অভিনেত্রী শবনাম ফারিয়া। নাটকের নাম ‘ব্যাক টু লাভ’।

গল্পে দেখা যাবে, জনি খুব রাফ অ্যান্ড টাফ ছেলে। সে বাইকে স্টান্ট করে। তার বন্ধুদের নিয়ে দাপিয়ে বেড়ায় পুরো শহর। তার এমন উড়নচন্ডী স্বভাবের জন্য মা-বাবা হীন একমাত্র ছোট ভাই রনির সাথে তার সম্পর্কের টানপোড়েন। একদিন একটি দুর্ঘটনার মাধ্যমে তার সাথে পরিচয় হয় নীলার। বদলে যেতে থাকে জনির জীবন। এভাবেই এগিয়ে যাবে নাটকের গল্প। এতে আরো অভিনয় করেছেন যাহের আলভী, জি.এম. শহিদ আরো অনেকে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ফারিয়া বললেন,’ নাটকটিতে কাজ করে বেশ ভালো লেগেছে। অপূর্ব ভাইয়ার সাথে এই প্রথম অভিনয় করলাম। আশা করছি ভাইয়ার বিপরীতে আমার অভিনয় দর্শকরাও পছন্দ করবে।‘ নাটকটি যেকোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের জন্য নির্মিত হয়েছে বলে জানা গেছে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন