, , No Comments

চলচ্চিত্রে সানিয়া মির্জা!

Logoআপডেট: শুক্রবার, ০৭ আগস্ট, ২০১৫
এবি ডেস্ক
ভারতীয় ক্রিকেটার মোহম্মদ আজহারউদ্দিনের পর এবার টেনিস তারকা সানিয়া মির্জাকে নিয়ে তৈরি হতে পারে সিনেমা৷

পরিচালক ফারা খানের সেরকমই ইচ্ছে৷ দীর্ঘদিন ধরেই সানিয়ার সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব ফারার৷ ফলে, দুজনের জুটি ভালই জমবে বলে মনে করা হচ্ছে৷ সানিয়া তো তার ভূমিকায় কাকে দেখতে চান, সেটাও মনে মনে ঠিক করে ফেলেছেন৷ সানিয়ার পছন্দ পরিণীতি চোপড়া৷

সানিয়ার পরিবার চাইছে, যদি সিনেমা করতেই হয়, তাহলে যেন সানিয়ার আত্মজীবনীর ওপর ভিত্তি করেই তা করা হয়৷ যদিও এই বই এখনও প্রকাশিত হয়নি৷ গত কয়েক বছর ধরেই লেখার কাজ চলছে৷ পরিবারের বক্তব্য, যখনই বই প্রায় প্রকাশিত হওয়ার জায়গায় চলে আসছে, শুধু শেষ এডিটিংটুকু বাকি, তখনই সানিয়ার জীবনে নতুন কিছু ঘটছে৷ ফলে নতুন একটা অধ্যায় লিখতে হচ্ছে৷ যেমন মার্টিনা হিঙ্গিসকে নিয়ে উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়া কী করে আর আত্মজীবনী থেকে বাদ দেওয়া যায়?

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন