এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৯.৬০ শতাংশ
আপডেট: রবিবার, ০৯ আগস্ট, ২০১৫
এবি প্রতিবেদক
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গত বছরের চেয়ে এবারে পাসের হার কমেছে।
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গত বছরের চেয়ে এবারে পাসের হার কমেছে।
গত বছর পাসের হার ছিল ৭৮.৩৩ শতাংশ। এ বছর সারাদেশে গড় পাসের হার ৬৯.৬%। মোট জিপিএ ৫ পেয়েছে ৪২ হাজার ৮৯৪ জন শিক্ষার্থী।
মোট পাসের সংখ্যা ৭ লক্ষ ৩৮ হাজার ৮৭২ জন। রবিবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী সংশ্লিষ্ট বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন। পরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ ফল ঘোষণা করেন। এদিকে দুপুর ২টায় অনলাইনে ফল প্রকাশ করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। অনলাইনে ফল পেতে িি.িবফঁপধঃরড়হনড়ধৎফ.মড়া.নফ ওয়েবসাইট ভিজিট করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ এই ওয়েবসাইট থেকে ফল ডাউনলোড করতে পারবে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা চলাকালীন হরতাল-অবরোধের কারণে এবছর পাসের হার কিছুটা কমেছে। তবে সারাদেশের শিক্ষার যে গুণগত পরিবর্তন তার সম্পূর্ণ কৃতিত্ব প্রধানমন্ত্রীর।
এবছর রাজশাহী বোর্ডে পাসের হার ৭৭.৫৪%, জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২৫০ জন শিক্ষার্থী। কুমিল্লা বোর্ডে পাসের হার ৫৯.৮০%, জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৪৪২ জন। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৬৩.৪৯%, জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ১২৯ জন। যশোর বোর্ডে পাসের হার ৪৬.৪৫%, জিপিএ ৫ পেয়েছে ১৯২৭ জন। দিনাজপুর বোর্ডে পাসের হার ৭০.৪৩%, জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৩৯৫ জন। বরিশালে পাসের হার ৭০.০৬%, জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৩১৯ জন। সিলেট বোর্ডে পাসের হার ৭৪.৫৭%, জিপিএ ৫ ১ হাজার ৩৫৬ জন। কারিগরি বোর্ডে পাসের হার ৮৫.৫৮%, জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৪৩০ জন। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯০.১৯ %, জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৪৩৫ জন।
উল্লেখ্য, গত ১ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হওয়া পরীক্ষা সারা দেশে ২ হাজার ৪১৯টি কেন্দ্রে আট হাজার ৩০৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০ লক্ষ ৭৩ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন