, , No Comments

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে দশ প্রোটিয়া

Logoআপডেট: সোমবার, ১০ আগস্ট, ২০১৫
এবি ক্রীড়া ডেস্ক
ভারত সফরে গিয়ে বিপাকে পড়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি হয়েছেন দশ প্রোটিয়া ক্রিকেটার।

সফরকারী দলের ম্যানেজমেন্টের এক সংবাদ বিপজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। রবিবার ত্রি-দেশীয় সিরিজের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারতীয় ‘এ’ ও দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল।

ম্যাচে প্রোটিয়াদের ব্যাটিংয়ের সময় কোনও কিছু নজরে পড়েনি। কিন্তু ফিল্ডিংয়ে আসার পর প্রোটিয়ারা একে একে মাঠ ছাড়তে থাকেন। ওই দিন তাদের ৮ জনকে সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়। যেখানে ছিলেন তাদের ম্যানেজার ভালবো।

দক্ষিণ আফ্রিকা অসুস্থ ক্রিকেটারদের নাম প্রকাশ না করলেও জানা গেছে এই তালিকায় ছিলেন কুইন্টন ডি কক, ওয়েইন পারনেল। খাদ্যে বিষক্রিয়ার পরিষ্কার কারণ জানা না গেলেও টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ম্যাচের আগের দিন সন্ধ্যায় ক্রিকেটাররা কোথাও খেতে গিয়েছিলেন। ওই খাবার খাওয়ার পর তারা সবাই অসুস্থ হয়ে পড়ে। এদিকে, দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্ট এই ঘটনায় অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে তাদের নির্ধারিত খেলাটি পেছাতে অনুরোধ করলে খেলাটি পেছানো হয়েছে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন