, , No Comments

বিয়ের পিঁড়িতে স্পর্শিয়া

Logoআপডেট: মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০১৫
 2
এবি প্রতিবেদক 
বিয়ের সানাই বাজতে চলেছে মডেল-অভিনয়শিল্পী স্পর্শিয়ার। পাত্র তার বন্ধু তরুণ নাট্য নির্মাতা রাফসান আহসান।

ইতিমধ্যে তাদের বিয়ে নিয়ে পারিবারিক আলোচনার কাজও শেষ। চূড়ান্ত সিদ্ধান্ত আসছে কোরবানি ঈদের পরই বিয়ের পিঁড়িতে বসবে স্পর্শিয়া-রাফসান। বিষয়টি জানালেন স্পর্শিয়া নিজেই। তিনি বললেন, ‘রাফসানের পরিবার থেকে আমাদের এখানে বিয়ের প্রস্তাব পাঠানো হয়েছে।

আমি ও রাফসান বেশ কিছু কাজের পরিকল্পনা করেছি। সেগুলোর জন্য একটু অপেক্ষা করতে চাই। তবে বিষয়টি ইতিবাচক হিসেবে নিয়েছে আমাদের পরিবার। আর কবে নাগাদ বাগদান বা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে এটা ভালো বলতে পারবেন আমার মা। তবে এটা ঠিক, বাগদানটা ঈদের পর হবে, এর আগে নয়।’ রাফসান ও নিজের সম্পর্ক নিয়ে স্পর্শিয়ার ভাষ্য, ‘প্রেমের নয়, বন্ধুত্বের সম্পর্ক আমাদের। আমরা দু’জন খুব ভালো বন্ধু।

পছন্দের জায়গা থেকেই আমাদের সম্পর্কটা এগিয়েছে। আর আগামীতে আমি ও সে বেশ কিছু নাটকের পরিকল্পনা করেছি। আশা করি, এগুলোর সুরহা হলেই বিয়ের বিষয়টি চূড়ান্ত হবে। আমার মনে হয়, এর আগেই বাগদানটা হবে।’

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন