, , No Comments

মাহির পর এবার ববির সঙ্গে কলকাতার ওম

Logoআপডেট: রবিবার, ১৬ আগস্ট, ২০১৫
এবি প্রতিবেদক
গত ঈদে মুক্তি পেয়েছে ইফতেখার চৌধুরী পরিচালিত ছবি ‘অগ্নি-২’। এ ছবিতে মাহির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সুপারস্টার ওম।

ব্যবসা সফল এই ছবিটি গত ১৪ই আগস্ট কলকাতাতেও মুক্তি পেয়েছে। এদিকে বাংলাদেশের আরও কয়েকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ওম। এর মধ্যে ইফতেখার চৌধুরী পরিচালিত নতুন একটি ছবিতে অভিনয়ের কথা প্রায় চূড়ান্ত।

আর এ ছবিতে ওমের বিপরীতে অভিনয় করবেন ঢালিউড অভিনেত্রী ববি। এদিকে গত ঈদের আগে ‘অগ্নি-২’ ছবরি প্রচারণায় প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিলেন ওম। তখন বিএফডিসিতে পরিচালক ইফতেখার চৌধুরী ওম ও ববিকে পাশাপাশি দাঁড় করিয়ে ফটোসেশনও করেছেন। মূলত ববি ও ওমের রসায়ন স্থিরচিত্রে দেখার জন্যই এই ফটোসেশন করেছিলেন তিনি।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন