, , No Comments

ফেব্রুয়ারীতে আসছে মিমের ''সুইটহার্ট''

Logoআপডেট: বুধবার, ১২ আগস্ট, ২০১৫
এবি প্রতিবেদক
আগামী বছরের ১২ ফেব্রুয়ারী মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় লাক্স তারকা ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম অভিনীত ছবি ''সুইটহার্ট''।

ওয়াজেদ আলী সুমন পরিচালিত এ ছবিতে মিমের বিপরীতে রয়েছেন নায়ক বাপ্পী। মূলত ভালবাসা দিবসকে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারীকে লক্ষ্য করেই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।

এ বিষয়ে ছবিটির পরিচালক ওয়াজেদ আলী সুমন বললেন,''ছবিটি একটি অসাধারণ প্রেমের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে। এতে মিম এবং বাপ্পী দুজনেই অসাধারণ অভিনয় করেছেন। আমি আশাবাদী ভালবাসা দিবসে আমি দর্শকদের শুধুমাত্র একটি ভালবাসার ছবিই নয়,একইসাথে একটি ভালো ছবিও উপহার দিতে যাচ্ছি।''

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন