কবিগুরু রবি ঠাকুরের প্রয়াণ দিবসে ‘শেষের রাত্রি’
আপডেট: বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০১৫
এবি প্রতিবেদক
আজ প্রচার হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে নির্মিত বিশেষ টেলিফিল্ম ‘শেষের রাত্রি’।
আজ প্রচার হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে নির্মিত বিশেষ টেলিফিল্ম ‘শেষের রাত্রি’।
রবি ঠাকুরের গল্প অবলম্বনে এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। আর এতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয়মুখ সারিকা।
তার বিপরীতে রয়েছেন পৃথু। এ ছাড়া আরো অভিনয় করেছেন- ডলি জহুর, রেজওয়ানা লোপা, মৃনাল দত্ত প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে- অজানা এক দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত যতীন। বিছানায় শুয়ে শুয়ে যেন জীবনের শেষ দিনটির অপেক্ষা করছে। স্ত্রী থাকলেও মাসীই সার্বক্ষণিক তার দেখাশোনা করেন। রূপে গুণে দূর্গা প্রতিমাতূল্য স্ত্রী মনি সেবা শুশ্রূষা তো দূরের কথা স্বামী যে বিদায়ী পথযাত্রী সেটা নিয়েও তার কোনো বিকার নেই।
ছেলেমানুষিতেই সারাবেলা কাটে তার। যতীন বউয়ের কথা জানতে চাইলে বানিয়ে বানিয়ে মিথ্যা গল্প করতে করতে মাসীও এক সময় ক্লান্ত হয়ে পড়ে। এক পর্যায়ে যতীন বুঝে ফেলে মাসী মিথ্যার আশ্রয় নিয়েছে। ধীরে ধীরে সময় ফুরিয়ে আসছে তার। এমননিভাবে এগিয়ে যায় এর কাহিনী। আজ ৬ আগস্ট, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে পুনঃপ্রচারিত হবে এ নাটকটি।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন