, , No Comments

মৌসুমীর নায়ক কলকাতার প্রসেনজিৎ

Logoআপডেট: রবিবার, ০৯ আগস্ট, ২০১৫
এবি প্রতিবেদক
পরিচালক আশুতোষ সুজনের প্রথম সিনেমাতে অভিনয় করছেন চিত্রনায়িকা মৌসুমী।

‘আমার বাবা’ শিরোনামের এই সিনেমাটির কয়েকটি দৃশ্যধারণ হয়েছে পিরোজপুরে। মৌসুমীর বৃষ্টিতে ভেজা একটি দৃশ্যধারণের মাধ্যমে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়।

এই চলচ্চিত্রটিতে মৌসুমির বিপরীতে অভিনয় করবেন কলকাতার নায়ক প্রসেনজিৎ। বিষয়টি নিয়ে মিডিয়াতে চলছে জল্পনা কল্পনা। এ প্রসঙ্গে নির্মাতা আশুতোষ সুজন বলেন, ‘প্রসেনজিতের সঙ্গে প্রাথমিক কথা হয়েছে। তিনি গল্পটি পছন্দ করেছেন এবং বলেছেন আমার সঙ্গে গল্পটি নিয়ে সরাসরি কথা বলবেন। তাই এ মাসের শেষের দিকে আমি কলকাতা যাচ্ছি। যদি তিনি রাজি হন তাহলে চলচ্চিত্রটিতে তাকে চুক্তিবদ্ধ করা হবে। আর প্রসেনজিৎ চুক্তিবদ্ধ হবার পরই আমি সবাইকে নিশ্চিত ভাবে বলতে পারব’। সিনেমাটি মুক্তিযুদ্ধের গল্প অবলম্বনে তৈরি করা হচ্ছে। একটি অংশজুড়ে থাকবে সমসাময়িক গল্পও।

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের ‘আমার বাবার জুতা’ শিরোনামের ফিচার ও তার মা আয়েশা ফয়েজের লেখা ‘জীবন যেমন’ বই থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে ‘আমার বাবার’ গল্প। গল্প নিয়ে হুমায়ুন পরিবারের সাথেও কথা হয়েছে। তবে চলচ্চিত্রটিতে নুহাশ হুমায়ুন অভিনয় করছেন না বলে জানান ‘আমার বাবা’ চলচ্চিত্রের পরিচালক আশুতোষ সুজন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন