, , No Comments

এবার মেহেদীর বিজ্ঞাপনে অপু বিশ্বাস

Logoআপডেট: শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫
এবি প্রতিবেদক
গেল সপ্তাহে একটি ফ্রিজের বিজ্ঞাপনের শুটিং করেছিলেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। সপ্তাহ না ঘুরতেই তার আরেকটি বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ হবার কথা শোনা যাচ্ছে।

এবার ‘রাঙ্গাপরী’ মেহেদীর একটি নতুন বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে তাকে। এ মাসেই বিজ্ঞাপনটির শুটিং হওয়ার কথা রয়েছে।

রাঙ্গাপরী মেহেদীর বিজ্ঞাপনে এর আগে দীঘি, নিপুণ, ববিকে অংশ নিতে দেখা গেছে। এটি অপু বিশ্বাসের চতুর্থ বিজ্ঞাপন। অপু বিশ্বাস বর্তমানে শুটিং করছেন ‘সম্রাট’, ‘রাজাবাবু’ ছবিগুলোর। সামনে কাজ করবেন ‘বাজিকর’ ছবির। সবগুলো ছবিরই নায়ক শাকিব খান।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন