, , No Comments

ছাড়পত্র পেল সানির ‘মস্তিজাদে’

Logoআপডেট: রবিবার, ১৬ আগস্ট, ২০১৫
এবি ডেস্ক
সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল মিলাপ জাভেরি পরিচালিত এবং বলিউড বেবিডল সানি লিওন অভিনীত অ্যাডাল্ট কমেডি ছবি ‘মস্তিজাদে’।

বিষয়টি জানিয়েছেন সিনেমার অভিনেতা রীতেশ দেশমুখ। গত বছরের ডিসেম্বরে এই সিনেমার শ্যুটিং শেষ হয়। চলতি বছরের মে মাসে ছবিটির মুক্তি পাওয়ার কথা ছিল।

প্রীতিশ ও রঙ্গিতা নন্দী প্রযোজিত এই সিনেমায় সানি লিওন ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তুষার কপূর, বীর দাস। রীতেশ রয়েছেন ক্যামিও-র ভূমিকায়। এদিন টুইটারে মস্তিজাদে-র ছাড়পত্র পাওয়ার খবর জানান রীতেশ। এই খবরে উচ্ছ্বসিত সানি। টুইটারে তাঁর উচ্ছ্বাসের কথা জানিয়েছেন সানি।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন