, , No Comments

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সময়সূচি

Logoআপডেট: বুধবার, ১২ আগস্ট, ২০১৫
এবি ক্রীড়া প্রতিবেদক 
২০১৬ সালের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ৩টি ওয়ানডে, ২টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

ইতিমধ্যে এই সিরিজের সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজ শুরু টেস্ট ক্রিকেট দিয়ে।

সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি আয়োজন করা হবে সিলেট স্টেডিয়ামে। ফলে দেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সিলেট বিভাগীয় স্টেডিয়াম। আগামী নভেম্বরে মাঠ পরিদর্শনে আসবে আইসিসির পরিদর্শক দল। তাদের রিপোর্টের উপরই নির্ভর করছে সিলেট স্টেডিয়ামের টেস্ট ভেন্যুর মর্যাদা পাওয়ার বিষয়টি। জানুয়ারিতে শুরু হওয়া সিরিজ শেষ হবে ফেব্রুয়ারিতে।


সিরিজের সময়সূচি:


প্রস্তুতি ম্যাচ–(১৫-১৭ জানুয়ারি) ভেন্যু–ফত্ল্লুা
প্রথম টেস্ট–(২০-২৪ জানুয়ারি) ভেন্যু–সিলেট
দ্বিতীয় টেস্ট–(২৮ জানুয়ারি-১ ফেব্রয়ারি) ভেন্যু–খুলনা
প্রথম ওয়ানডে–৫ ফেব্রুয়ারী-ভেন্যু–খুলনা
দ্বিতীয় ওয়ানডে–৭ ফেব্রুয়ারী-ভেন্যু–খুলনা
তৃতীয় ওয়ানডে–১০ ফেব্রুয়ারী-ভেন্যু–চট্টগ্রাম
প্রথম টি-টোয়েন্টি–১২ ফেব্রুয়ারী-ভেন্যু–চট্টগ্রাম
দ্বিতীয় টি-টোয়েন্টি–১৪ ফেব্রুয়ারী-ভেন্যু–চট্টগ্রাম
তৃতীয় টি-টোয়েন্টি–১৬ ফেব্রুয়ারী-ভেন্যু–চট্টগ্রাম


প্রসঙ্গত, সিরিজ চলাকালীন সময়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চলবে তাই ঢাকায় রাখা হয়নি কোনো ম্যাচ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন