আজ জনি লিভারের জন্মদিন
আপডেট: শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫
এবি ডেস্ক
হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় কমেডিয়ান জন প্রকাশ রাও জানুমালা ওরফে জনি লিভারের জন্মদিন আজ।
হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় কমেডিয়ান জন প্রকাশ রাও জানুমালা ওরফে জনি লিভারের জন্মদিন আজ।
১৯৫৬ সালের ১৪ অগস্ট ভারতে তাঁর জন্ম হয়। ১৯৮৪ সালে অভিনয় জীবন শুরু করেন এই অভিনেতা। এখন পর্যন্ত অভিনয় করেছেন তিনশোটিরও বেশি ছবিতে।
তাঁর কৌতুকাভিনেতা হওয়ার প্রধান অনুপ্রেরণা জনি ওয়াকার, মেহমুদ, কিশোর কুমার। মুম্বাইয়ের হিন্দুস্তান লিভার কারখানায় কাজ করার সময় তাঁর কৌতুকাভিনয়ে আপ্লুত হয়ে সহকর্মীরা নাম দেন 'জনি লিভার'। ১৯৮০ সালে তাঁর প্রথম প্রকাশিত অ্যালবাম 'হাসি কে হাঙ্গামে' সারা বিশ্বে জনপ্রিয়তা পেয়েছে। সুনীল দত্তের 'দর্দ কা রিস্তা' ছবিতে প্রথম আত্মপ্রকাশ করেন। সাফল্য পান 'বাজিগর' ছবিতে অভিনয়ের মাধ্যেম।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন