, , No Comments

ফের একসঙ্গে সালমান-রেখা

Logoআপডেট: শনিবার, ০৮ আগস্ট, ২০১৫
 1
এবি ডেস্ক
দীর্ঘ ৩০ বছর পর আবারও একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের চিরকালীন বিউটি কুইনখ্যাত অভিনেত্রী রেখা ও নায়ক সালমান খান।

জানা গেছে সালমানের নতুন ছবি ‘সুলতান’এ তাঁর মায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রেখাকে। ইতিমধ্যে রেখাকে এ ছবির গল্প শোনানো হয়েছে। গল্পটি তাঁর বেশ পছন্দও হয়েছে।

যদি সব ঠিক থাকে তাহলে সালমানের সঙ্গে রেখাকে দীর্ঘ ৩০ বছর পর আবার সিলভার স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। তাদের একসঙ্গে শেষ দেখা গিয়েছিল সালমানের প্রথম ছবি ‘বিবি হো তো অ্যায়সি’ তে। ২০১৬ তে মুক্তি পাবে ‘সুলতান’ূ আর এখন থেকেই এই ছবির অপেক্ষায় আছেন সালমান ভক্তরা। কারণ যশরাজদের এই ছবিতে সালমানকে দেখা যাবে একজন কুস্তিগীরের ভূমিকায়। শোনা যাচ্ছে একজন নয় দুই জন নায়িকার সঙ্গে রোমান্স করতে দেখা যাবে তাকে।0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন