, , No Comments

শুভ’র নায়িকা হচ্ছেন তিশা

Logoআপডেট: বুধবার, ০৫ আগস্ট, ২০১৫
এবি প্রতিবেদক
চিত্রনায়ক আরিফিন শুভ’র বিপরিতে অভিনয় করতে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

সম্প্রতি অনন্য মামুন পরিচালিত নতুন একটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শুভ। ড্রিমবক্স অ্যান্ড অ্যাকশন এন্টারটেইনমেন্ট এর ব্যানারে নির্মাণ হতে যাওয়া এ চলচ্চিত্রে নায়িকা হিসেবে থাকছেন নুসরাত ইমরোজ তিশা। এমনই তথ্য দিয়েছে। তিশার সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানিয়েছে বিশ্বস্থ একটি সূত্র। এ অভিনেত্রী এখন কলকাতায় অবস্থান করছেন।

আজ তিনি দেশে আসার কথা রয়েছে। তাই বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এদিকে শুভ বাংলা আমার বিনোদনকে বলেন, 'মঙ্গলবার সকালে নতুন ছবির জন্য চুক্তিপত্রে স্বাক্ষর করেছি। ছবি ও নায়িকার নামটি এখনও চূড়ান্ত নয়। বিষয়টি শিগগিরই জানা যাবে।'

ছবিটির গল্প প্রসঙ্গে মামুন বললেন, 'এটি পুরোপুরি রোমন্টিক গল্পনির্ভর ছবি। দর্শকরা ছবি দেখার পর অন্যরকম একটা চমক পাবে।' জানা গেছে, চলতি মাসের শেষ সপ্তাহ থেকে সিলেটে এর দৃশ্যধারণ শুরু হবে। পুরো কাজ দেশেই হবে বলে জানালেন পরিচালক।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন