৯ বছর বয়সে ৯ রানে ৯ উইকেট!
আপডেট: শনিবার, ১৫ আগস্ট, ২০১৫
এবি ক্রীড়া ডেস্ক
নয় বছর বয়সী এক বস্ময় বালকের রেকর্ড গড়া নিয়ে ক্রিকেট বিশ্বে চলছে তোলপাড়।
নয় বছর বয়সী এক বস্ময় বালকের রেকর্ড গড়া নিয়ে ক্রিকেট বিশ্বে চলছে তোলপাড়।
মুশির খান নামের ছোট এই ক্রিকেটার মাত্র ৯ রান দিয়ে তুলে নিয়েছেন মূল্যবান ৯টি উইকেট। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনূর্ধ্ব ১৪ টুর্নামেন্টে এই কা- ঘটান তিনি।
মুশির খান ২০১৫ সালে আইপিএলে অভিষেক হওয়া সরফরাজ খানের আপন ভাই। মুশিরের বাঁ-হাতি স্পিনে কাবু বিরারের ব্যাটসম্যানরা। আজাদ ময়দানে দাদর ইউনিয়নের হয়ে দু’দিনের ম্যাচে বিরারের বিরুদ্ধে একটি হ্যাটট্রিকসহ ১২ উইকেট নেয় মুশির।
এর মধ্যে এক ইনিংসে ১৪ ওভার হাত ঘুরিয়ে নয়টি মেডেনসহ ৯ রান দিয়ে ৯টি উইকেট নেন মুশি। শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও ৪৮ রানের ইনিংস খেলেন মুম্বাইয়ের এই বিস্ময় বালক। দুই বছর আগে যুবরাজ সিংয়ের উইকেট নিয়ে নজর কেড়েছিলেন সাত বছরের মুশি। একটি ফ্রেন্ডলি ম্যাচে যুবরাজকে আউট করেন সরফরাজের ভাই। আইপিএল এইটে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএলে হাতেখড়ি হয় ১৭ বছরের সরফরাজের।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন