রিয়াজ-তারিনের ‘ভালোবাসার কাব্য’
আপডেট: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০১৫
এবি প্রতিবেদক
পরিচালক শামিম জামান এবার নির্মাণ করেছেন নাটক ‘ভালোবাসার কাব্য’।
পরিচালক শামিম জামান এবার নির্মাণ করেছেন নাটক ‘ভালোবাসার কাব্য’।
আর এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ ও ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তারিন। নাটকটি রচনা করেছেন এমএস রানা।
গল্পে দেখা যাবে, মৌমিতার স্বামী সোহেল। সে একজন ব্যবসায়ি। তাদের একমাত্র সন্তান অরুধ্য। সোহেল ব্যবসায়িক কারণে তার স্ত্রীকে খুব একটা সময় দিতে পারে না। তাই স্ত্রী তাকে ভুল বোঝে। এক পর্যায়ে তারা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মৌমিতা তার স্বামীকে কিছু শর্ত দিয়ে একমাস সময় নেয়। বিয়ের পর তাদের যেমন সর্ম্পক ছিলো সেরকম ভাবে যেন চলে। সোহেল তার ছেলে অরুধ্যর কথা চিন্তা করে রাজি হয়ে যায়।
তাদের সর্ম্পক আবার আগের মতন ফিরে আসে। তার পর হঠাৎ করে মৌমিতা মারা যায়। কারণ মৌমিতা আগের থেকে ক্যান্সারে আক্রান্ত ছিলো। এভাবেই গল্পটি এগিয়ে যায়। নাটকটিতে মৌমিতা চরিত্রে তারিন এবং সোহেল চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ। এছাড়াও রয়েছে শিশু শিল্পী শব্দ। ১৪ আগস্ট বিকেল ৩ টায় চ্যানেল আইতে প্রচার হবে নাটকটি।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন