, , No Comments

সুবিধাবঞ্চিত মানুষের জন্য “সাকিব ফাউন্ডেশন”

Logoআপডেট: রবিবার, ০৯ আগস্ট, ২০১৫
এবি ক্রীড়া প্রতিবেদক
নতুন পরিকল্পনা হাতে নিয়েছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান।

সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে নিজের নামে একটি ফাউন্ডেশন করার পরিকল্পনা করছেন তিনি।

শনিবার নিজের রেস্টুরেন্টের উদ্বোধনের সময় এ কথা জানান মাগুরা জেলার এই কৃতি সন্তান। যমুনা ফিউচার পার্কে সাকিবের মালিকানাধীন আরও একটি প্রতিষ্ঠান রয়েছে। এর নাম কসমিক জোভিয়ান। সেখান থেকে লাভের একটি অংশ সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন কিছু সংগঠনের মাধ্যমে।

এ প্রসঙ্গে সাকিব বলেছেন, ‘কসমিক জোভিয়ানের লাভের একটি অংশ সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের কাছে পৌঁছানো হয়। তবে একটি জায়গায় নয়; বেশ কয়েকটি সংগঠনের মাধ্যমে এটি পৌঁছে যায়, যার মধ্যে সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন (সোয়াক) একটি।’ নিজের নতুন পরিকল্পনা নিয়ে আত্মবিশ্বাসী সাকিব।

সবার দোয়া থাকলে কঠিন এই উদ্যোগ বাস্তবায়ন করতে পারবেন তিনি। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘শিগগিরই সাকিব আল হাসান নামের একটি ফাউন্ডেশন গঠন করব। এখানে কসমিক জোভিয়ানের মতো একটি লাভের অংশ নির্ধারণ করে ফাউন্ডেশনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হবে।’

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন