, , No Comments

এই প্রথম একসঙ্গে হাবিব-মিলা

Logoআপডেট: শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫
এবি প্রতিবেদক
সংগীত ভূবনের প্রিয় দুই মুখ হাবিব ওয়াহিদ ও মিলা। সম্প্রতি 'রাজনীতি' ছবির একটি গানে একসঙ্গে কন্ঠ দিয়েছেন তারা। এটি কোন ছবিতে হাবিব ও মিলার একসঙ্গে গাওয়া প্রথম গান।

গানটির কথা লিখেছেন কবির বকুল। সংগীত করেছেন হাবিব নিজেই। চলতি সপ্তাহে এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। 'রাজনীতি' ছবিটি পরিচালনা করেছেন বুলবুল বিশ্বাস। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন শাকিব খান, জায়েদ খান ও পিয়া বিপাশা। এদিকে সম্প্রতি মিলা তার অ্যালবাম ও মিউজিকাল ছবি 'আনসেন্সরড' প্রকাশ করেছেন। আর হাবিবের ভক্তদের জন্য আগামী ১৬ আগস্ট আসছে নতুন মিউজিক ভিডিও 'মন ঘুমায় রে'।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন