, , No Comments

৩ বছর বয়সেই মেয়র!

Logoআপডেট: শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫
এবি ডেস্ক
মাত্র তিন বছর বয়সে শহরের মেয়র হলেন জেমস টাফস! যুক্তরাষ্ট্রের ঝলমলে একটি শহর শিকাগো। এ শহরেরই ছোট্ট এক অঞ্চল ডরসেট।

সম্প্রতি অঞ্চলটির মেয়র হিসেবে নির্বাচন করা হয়েছে তিন বছরের এই শিশুকে। মেয়র নির্বাচিত হয়ে বেশ খুশি জেমস টাফস। ডরসেটের বাসিন্দা মাত্র বাইশটি পরিবার। এ ঘটনায় অনেকেই বিস্মিত হয়েছে। তবে আসল ঘটনা হলো, ডরসেট শহরের একটা রীতি আছে।

প্রতি বছর সেখানকার বাসিন্দাদের মধ্যে থেকে সাধারণভাবে লটারি করেই মেয়র নির্বাচন করা হয়। এবার সে লটারিতে উঠেছে জেমসের নাম। তাই আইনত এ শিশুই এখন এক বছরের জন্য মেয়রের চেয়ারে বসবেন। তার প্রথম কাজ হিসেবে

তিনি ঘোষণা দিয়েছেন, হাসপাতালে ভর্তি অসুস্থ শিশুদের উপহার দেবেন। সেই সঙ্গে পাশে দাঁড়াবেন লিউকোমিয়া আক্রান্তদের। দুই ছেলেকে নিয়ে বেশ গর্বিত টাফস পরিবার। মজার বিষয় হলো, এরআগে তার বড়ভাই ববি টাফসও (৬) দুই মেয়াদে এই শহরের মেয়র ছিলেন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন