, , No Comments

ইতালির মডেলিং এজেন্সিতে পিয়া

Logoআপডেট: সোমবার, ১০ আগস্ট, ২০১৫
এবি প্রতিবেদক
এবার ইতালির একটি মডেল এজেন্সির হয়ে কাজ করতে যাচ্ছেন বাংলাদেশি মডেল-অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া।

দেশটির প্রসিদ্ধ শহর মিলানে অবস্থিত এ প্রতিষ্ঠানটির নাম ‘দ্য ওয়ান মডেল’। দুই মাসের জন্য পিয়া চুক্তিবদ্ধ হয়েছেন এই এজেন্সির সঙ্গে। সেখানে তিনি প্রতিষ্ঠানটির হয়ে মডেলিং সংক্রান্ত কাজে অংশ নেবেন।

জানা গেছে, বেশ কিছু দিন ধরে প্রতিষ্ঠানটির সঙ্গে কথাবার্তা চলছিল পিয়ার। কিছুদিন আগে চূড়ান্ত আলোচনা ও চুক্তি হয়েছে। তাই শিগগিরই পিয়া মিলানের উদ্দেশে উড়াল দেবেন।

২০১২ সালে প্রতিষ্ঠিত ‘দ্য ওয়ান মডেল’ মূলত ফ্যাশন শো, পণ্যের প্রচারণা ও নানা ধরনের ভিডিওতে মডেলিংয়ে কাজ করে থাকে। আর এই ধরনের কাজে পিয়া অংশ নেবেন। পিয়ার জন্য ভিনদেশে কাজ করা নতুন কিছু নয়। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ, বাইরের প্রতিষ্ঠান ছাড়াও গত বছর ভারতের মডেলিং এজেন্সিতে কাজ করেছেন এই তারকা।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন