, , No Comments

একনজরে দেখে নিন, জাতীয় দলের ক্রিকেটারদের কার জন্মতারিখ কত

Logoআপডেট: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০১৫
এবি ক্রীড়া প্রতিবেদক
বর্তমানে ক্যারিয়ারের সেরা সময় পার করছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

২০১৫ সালের বিশ্বকাপে প্রথমবারের মত কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করে মাশরাফি-সাকিব-মুসফিক-তামিমরা। তাদের অসাধারণ পারফরমেন্সে রীতিমত চমকে যায় ক্রিকেট বিশ্ব।

বিশ্বকাপের সেই আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে ইতিমধ্যে পাকিস্তান, ভারত ও দ. আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের কৃর্তিত্ব অর্জন করতে সক্ষম হয়েছে টাইগাররা। দেশকে নিয়ে গেছেন সম্মানের আসনে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ান ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে পেছনে পেলে ওয়ানডেতে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৭ নাম্বারে উঠে এসেছে লাল-সবুজের জার্সিরা। আর তাইতো এখন বাংলাদেশকে ক্রিকেট পরাশক্তির দেশ হিসেবে বলা যায়।


ক্রিকেটে যারা এ দেশকে পৃথিবীর বুকে আরো উজ্জল ভাবে তুলে ধরেছে তাদের জন্মতারিখ দেয়া হল।


১। তামিম ইকবাল ২০/০৩/১৯৮৯
২। আনামুল হক বিজয় ১৬/১২/১৯৯২
৩। সামসুর রহমান শুভ ০৫/০৬/১৯৮৮
৪। মোঃ ইমরুল কয়েস ০২/০২/১৯৮৭
৫। মমিনুল হক সৌরভ ২৯/০৯/১৯৯১
৬। মুশফিকুর রহিম ০১/০৯/১৯৮৮
৭। সাকিব আল হাসান ২৪/০৩/১৯৮৭
৮। মোঃ নাসির হোসাইন – ৩০/১১/১৯৯১
৯। মাহমুদুল্লাহ রিয়াদ ০৪/০২/১৯৮৬
১০। মাশরাফি বিন মুর্তুজা ০৫/১০/১৯৮৩
১১। মোঃ রুবেল হোসাইন ০১/০১/১৯৯০
১২। মোঃ আব্দুর রাজ্জাক ১৫/০৬/১৯৮২
১৩। নাঈম ইসলাম ৩১/১২/১৯৮৬
১৪। সোহাগ গাজী ০৫/০৮/১৯৯১
১৫। আবুল হাসান ০৫/০৮/১৯৯২
১৬। নাজমুল হোসাইন ০৫/১০/১৯৮৭
১৭। শাহরিয়ার নাফিস ২৫/০১/১৯৮৬


১৮। ইলিয়াছ সানী ০১/০১/১৯৮৬
১৯। সাজেদুল ইসলাম ১৮/০১/১৯৮৮
২০। মোহাম্মদ আশরাফুল ০৭/০৭/১৯৮৪
২১। অলক কাপালি ০১/০১/১৯৮৪
২২। জিয়াউর রহমান ০২/১২/১৯৮৬
২৩। আল আমীন ০১/০১/১৯৮৬
২৪। এনামুল হক (জুনিয়র) ০৫/১২/১৯৮৬
২৫। নাজিম উদ্দিন ০১/১১/১৯৮৫
২৬। মার্শাল আইয়ুব ০৫/১২/১৯৮৮
২৭। শফিউল ইসলাম- ০৬/১০/১৯৮৯
২৮। জুনায়েদ সিদ্দিক ৩০/১১/১৯৮৭
২৯। শাহদাত হোসেন রাজিব ০৭/০৮/১৯৮৬
৩০। তাপশ বৈশ্য ১৫/১২/১৯৮২
৩১। আরাফাত সানী ২৯/০৯/ ১৯৮৬
৩২। সৌম্য সরকার ২৫ /০২/ ১৯৯৩
৩৩। মুস্তাফিজ ০৬ /০৯/ ১৯৯৫
৩৪। সাব্বির রুমান ২২ /১১/১৯৯১
৩৪। লিটন দাস ১৩/১০/ ১৯৯৪
৩৫ । রনি তালুকদার ১০ /১০/ ১৯৯০

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন