, , No Comments

২৮ সেপ্টেম্বর ঢাকায় আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

Logoআপডেট: রবিবার, ০২ আগস্ট, ২০১৫
এবি ক্রীড়া প্রতিবেদক
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল।

অক্টোবরে শুরু হবে দু’দলের মধ্যেকার এই জমজমাট খেলা। ইংল্যান্ডে অ্যাশেজ সিরিজ খেলতে থাকা অস্ট্রেলিয়া এরপর খেলবে ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পরই ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে তারা।

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হলে নভেম্বরে অসিরা সফর করবে নিউজিল্যান্ড। এরপর ডিসেম্বরে আবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে স্বাগত জানাবে তারা। মোট কথা দারুণ এক ব্যস্ত সিডিউল অসিদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে অস্ট্রেলিয়ার আগমন এবং তাদের বিপক্ষে খেলার সূচি প্রকাশ করা হয়। তাতেই দেখা যাচ্ছে ২৮ সেপ্টেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছাবে অস্ট্রেলিয়া দল।

৯ অক্টোবর চট্টগ্রামে শুরু হবে টেস্ট সিরিজ। তার আগে ৩ অক্টোবর ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে অসিরা খেলবে তিন দিনের প্রস্তুতি ম্যাচ। এরপর ৬ অক্টোবর যাবে চট্টগ্রাম। প্রথম টেস্ট শেষে ১৪ অক্টোবর ঢাকা ফিরে আসবে দুই দল। ১৭ অক্টোবর থেকে ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। ২২ অক্টোবর ঢাকা ত্যাগ করবে অসিরা।


এদিকে আগামীকালই (মঙ্গলবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃষ্টি বিঘিœত টেস্ট সিরিজটি শেষ হচ্ছে টাইগারদের। পরশুদিন ঢাকা ত্যাগ করবে হাশিম আমলার দল। এরপর প্রায় দুই মাসের বিরতি। বিরতি কাটিয়ে অক্টোবরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরবে টিম বাংলাদেশ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন