কন্যা সন্তানের মা হলেন দীপা খন্দকার
আপডেট:
মঙ্গলবার, ১২ আগস্ট, ২০১৪
মঙ্গলবার, ১২ আগস্ট, ২০১৪
দ্বিতীয়বারের
মতো মা হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। ১১ আগস্ট দিবাগত
রাত ৩টা ৫০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন
তিনি।
এ সময় হাসপাতালেই ছিলেন দীপার স্বামী অভিনেতা শাহেদ আলী সুজন। নবজাতকের
নাম রাখা হয়েছে আরোহী। এরই মধ্যে ফেসুবকে শাহেদ আলী ও দীপা খন্দকার তাদের
প্রোফাইল ছবি হিসেবে ব্যবহার করছেন নবজাতকের ছবি।
অভিনেত্রী রুনা খান, মৌটুসী বিশ্বাস, নির্মাতা শিহাব শাহীনসহ অনেকে
তাদের ফেসুবকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া অভিনেত্রী তানভীন সুইটি ও রিপন
দম্পতি হাসপাতালে গিয়ে দীপা ও শাহেদ আলীকে অভিনন্দন জানান।
এর আগে পুত্রসন্তানের মা হন দীপা। তার ছেলে বন্ধুর বয়স এখন সাড়ে ৬ বছর।
১২ আগস্ট দুপুরে শাহেদ আলী এবিকে বলেন, ‘এখনও আরোহীকে কোলে নেওয়ার সুযোগ
হয়নি। একটু পরেই হয়তো ওকে আমার কোলে দেওয়া হবে। মেয়ের বাবা হয়ে ভালো লাগছে।
আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন