হুমায়ূন আহমেদকে নিয়ে এবিসি রেডিওতে স্মৃতিচারণ করবেন শাওন
আপডেট:
মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪
মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪
প্রয়াত
কিংবদন্তী কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মৃতিচারণ নিয়ে আলাপচারিতা করতে
আজ এবিসি রেডিওর স্টুডিওতে হাজির হচ্ছেন মেহের আফরোজ শাওন।
এবিসি
রেডিওর নিয়মিত আয়োজন ‘মেন্টস বাত্তি জ্বালাও’-এর আজকের পর্বের অতিথি হচ্ছেন
তিনি। আশীফ এন্তাজ রবি ও রাজীব হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানটি সরাসরি
সম্প্রচার করা হবে আজ রাত ১১টা ২০ মিনিট থেকে। এতে ফোনে সরাসরি কথা বলা
যাবে ৮১৫২১১৬ নম্বরে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন