'আজীবন লিভটুগেদার করব': সোহা
এবি ডেস্ক
বলিউড অভিনেত্রী সোহা আলী খানের সঙ্গে কুনাল খেমুর প্রেমের সম্পর্ক নতুন কিছু নয়। সম্প্রতি দুজনের মাঝে আংটি বিনিময় হয়েছে। শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলে টুইটও করেছেন সোহা।
বলিউড অভিনেত্রী সোহা আলী খানের সঙ্গে কুনাল খেমুর প্রেমের সম্পর্ক নতুন কিছু নয়। সম্প্রতি দুজনের মাঝে আংটি বিনিময় হয়েছে। শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলে টুইটও করেছেন সোহা।
কিন্তু হঠাৎ করেই সোহার এক মন্তব্যে বলিউড পাড়ায় আলোড়ন সৃষ্টি হয়েছে।
বিয়ে করার কোনো প্রয়োজন নেই বলে মনে করেন বলিউডের এই তারকা। তিনি বলেন,
'আমি আজীবন লিভটুগেদার করব।
সম্প্রতি ফিল্মফেয়ার ম্যাগাজিনের সঙ্গে
আলাপকালে সোহা আরো বলেন, 'আমার কাছে বিয়ে বিষয়টা সামাজিকতা ছাড়া আর কিছুই
নয়। আমি বিয়ে করার কোনো প্রয়োজনীয়তা দেখি না। কারণ আমাদের সর্ম্পকের মধ্যে
বিশ্বাস এবং আস্থা রয়েছে। সোহার মতে, 'কোনালের সঙ্গে আমি অনেক সুখি। অনেকের
মতে বিয়ের পর সবকিছু পাল্টে যায়। কিন্তু আমাদের ক্ষেত্রে এধরনের কোনো কিছু
ঘটবে বলে মনে করি না।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন