, , No Comments

সেলিম আল দীনের জন্মদিন উপলক্ষে দু’দিনব্যাপী জন্মস্মরণ অনুষ্ঠান

Logoআপডেট:
সোমবার, ১১ আগস্ট, ২০১৪






এবি প্রতিবেদক
১৭
ও ১৮ আগস্ট-২০১৪ নাট্যাচার্য সেলিম আল দীনের আবির্ভাব দিবস উপলক্ষে
দু’দিনব্যাপী জন্মস্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে সেলিম আল দীন ফাউন্ডেশন।


‘তোমার সম্মুখে অনন্ত মুক্তির অনিমেষ ছায়াপথ’ শ্লোগানে বাংলানাটকে মুক্ত
ও নিজস্বধারা সৃষ্টির এই প্রবর্তকের ৬৫তম জন্মদিনে তাৎপর্যপূর্ণ এ আয়োজনে
থাকবে শ্রদ্ধার্ঘ্য অর্পন, সেমিনার, নাটক মঞ্চায়ন, পদক প্রদান, সংগীত
পরিবেশন ও আড্ডা।



আসরের উদ্বোধনী দিনের বিকেল সাড়ে ৩টায় রয়েছে ‘বাংলাদেশের জাতীয় নাট্যাঙ্গিক এবং ঢাকা থিয়েটারের দ্য টেম্পেস্ট’ শীর্ষক সেমিনার।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগীয় অধ্যাপক বিশ্বজিৎ ঘোষের সভাপতিত্বে
এতে প্রবন্ধ পাঠ করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতœতত্ত্ব বিভাগীয়
সহযোগী অধ্যাপক মাসউদ ইমরান মান্নু।
জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে
(৭ম তলা) আয়োজিত এই সেমিনারে অতিথি আলোচক হিসেবে মুক্ত আলোচনায় থাকবেন
নাট্যজন দেবেশ রায়, আতাউর রহমান, মামুনুর রশীদ, লাকী ইনাম, লিয়াকত আলী
লাকী, তারিক আনাম খান, আনু মুহাম্মদ, আফসার আহমদ, হাসান আরিফ, লুৎফর রহমান,
মান্নান হীরা, রাহমান চৌধুরী, রতন সিদ্দিকী, রোকেয়া রফিক বেবী, সাইফুল
ইসলাম, সামিনা লুৎফা নিত্রা।



জাতীয় নাট্যশালায় এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় রয়েছে সেলিম আল দীন
ফাউন্ডেশন প্রবর্তিত ‘সেলিম আল দীন পদক’ -১৪২১ প্রদান। প্রথমবারের মতো এই
পদকের জন্য মনোনীত হয়েছে নাট্যাচার্যের স্বপ্নের সংগঠন ‘গ্রাম থিয়েটার’।
জাতীয় নাট্যশালার মূলমঞ্চে পদকানুষ্ঠানিকতা শেষে রাত ৮টায় প্রদর্শিত হবে
নাটক ‘দ্রোহ’। বগুড়া থিয়েটার প্রযোজিত এ নাটকটি নিদেশনা দিয়েছেন নাট্যজন
তৌফিক হাসান ময়না।
ঢাকা থিয়েটারের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে ১৮
আগস্ট সোমবার সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়স্থ সেলিম আল দীনের
সমাধিতে রয়েছে শ্রদ্ধার্ঘ্য নিবেদন। স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় ঢাকা
থিয়েটারের প্রযোজনায় থাকছে শিমূল ইউসুফ পরিবেশিত সৃজন ‘রবীন্দ্রভুবনে
সেলিমের ভ্রমণ’। পোনে ৮টায় ‘সাহিত্যে ও নাটকে বাংলাদেশের নতুন বিশ্বমুখ’
শীর্ষক বক্তব্য রাখবেন দেবেশ রায়।



বর্ণীল এ আয়োজন প্রসঙ্গে সেলিম আল দীন ফাউন্ডেশনের আহ্বায়ক
নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বলেন, বাঙালির নিজস্ব সংস্কৃতির শেকড়
সন্ধানী একজন মহার্ঘ নাট্যব্যক্তিত্ব ড. সেলিম আল দীন।


তার সৃষ্টিসৃজনে নতুন মাত্রা লাভের ফলে আমাদের নাট্যচর্চার নব দিগন্ত
উন্মোচিত হয়েছে। তাঁর অপার শিল্প-মহিমা জাতীয় সাহিত্যে যোগ করেছে নতুন
একমাত্রা। কৃতি এই নাট্যজনের স্মৃতিরপ্রতি গভীরশ্রদ্ধা রেখে বর্ণীল আয়োজনের
সাথে আমরা প্রথমবারের মতো শুরু করতে যাচ্ছি ‘সেলিম আল দীন পদক’। উৎসুক
দর্শক যেন পুণর্বার নাট্যাচার্যের প্রতি শ্রদ্ধা-ভালোবাসার স্রোতে উদ্ভাসিত
হতে পারে সেই প্রয়াসেই আমরা বর্ণাঢ্যভাবে এ আয়োজনকে সাজিয়েছি।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন