, , No Comments

মেসির জোড়া গোলে বার্সার জয়

Logoআপডেট: সোমবার, ২৫ আগস্ট, ২০১৪
এবি- ক্রীড়া ডেস্ক
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও দামি ঘরোয়া ফুটবল টুর্ণামেন্ট স্প্যানিশ লিগ বা লা লিগার নতুন মৌসুমে দারুন সূচনা করেছে বার্সেলোনা। আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির জোড়া গোলে দীর্ঘ ২৪ বছর পর লা-লিগায় সুযোগ পাওয় এলচেকে ৩-০ গোলে হরিয়েছে কাতালানরা।


রবিবার বাংলাদেশ সময় রাত ১টায় ঘরের মাঠ ন্যূ ক্যাম্পে নিজেদের প্রমাণ করতে মরিয়া হয়ে উঠে নতুন কোচ লুইস এনরিকের শীষ্যরা। পুরো মাঠেই আধিপত্য বজায় রেখে খেলা শেষ করেছে তারা। অবশ্য খেলার শুরু থেকেই প্রথমার্ধেও বেশ কয়েকটি জোড়ালো আক্রমন করেও কোন সফলাতা পাননি মেসি। ম্যাচের ৪০ মিনিটে প্রথম গোলটি পান তিনি। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সেলোনা। 

অবশ্য খেলার প্রথমার্ধে এবং মৌসুমের শুরুতেই লাল কার্ড খেয়েছেন মাসচেরানো। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই দালের নতুন রিক্রুট  মুনির গোল করে ব্যবধান বাড়ান। তিনি খেলার ৪৬ মিনিজে ২য় গোলটি করেন। এর পর আবার আক্রমনে যান মেসি। ম্যাচের ৬৩ মিনিটে আবার প্রতিপক্ষের জালে বল পাঠিতে সক্ষম হয় মেসি।

অবশ্য খেলার শেষ বাশি বাজার আগে আর কোন গোল হয়নি। ফলে ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়েন এনরিক বাহিনী। এ ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি ব্রাজিলিয়ান তারকা নেইমার। এছাড়া উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজ নিষেধাজ্ঞা থাকায় নামতে পারেন নি।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন