, , No Comments

আমিরের মুখোমুখি হবেন দীপিকা, কঙ্গনা ও পরিনীতি

Logoআপডেট:
মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০১৪
1

এবি ডেস্ক
বলিউডের
জনপ্রিয় তিন অভিনেত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন পারফেকসনিস্ট খ্যাত অভিনেতা
আমির খান। জনপ্রিয়তার পাশাপাশি টিভি অনুষ্ঠান ‘সত্যমেভ জয়তে’ সমাজে
প্রভাববিস্তার করছে আমির খান।


সম্প্রতি শুরু হচ্ছে অনুষ্ঠানের নতুন মৌসুম। এই সুযোগে আসরটির বিস্তৃতির
জন্য অভিনব কৌশল নিয়ে হাজির হচ্ছেন ৪৯ বছর বয়সী এই অভিনেতা। ‘সত্যমেভ
জয়তে’র আগের আসরগুলোতে সাধারণ মানুষের অংশগ্রহণই বেশি ছিল।


কিন্তু এবার তারকাদেরও যুক্ত করা হচ্ছে এতে। অনুষ্ঠানের একটি পর্বে
একসঙ্গে হাজির হওয়ার জন্য আমিরের আমন্ত্রণ পেয়েছেন দীপিকা পাড়ুকোন, কঙ্গনা
রনৌত এবং পরিনীতি চোপড়া।পিঙ্কভিলা ওয়েবসাইটের দেওয়া তথ্যানুযায়ী, ২৮ বছর বয়সী দীপিকা, ২৭
বছর বয়সী কঙ্গনা ও ২৫ বছর বয়সী পরিণীতির সঙ্গে নারীর ক্ষমতায়ন বিষয়ে আড্ডা
দেবেন আমির। টানা চারটি হিট ছবির সুবাদে গত বছরের সবচেয়ে সফল তারকা দীপিকা।
অন্যদিকে ‘কুইন’ ছবির সুবাদে বলিউডের কুইন বনে গেছেন কঙ্গনা। আর পরিণীতি
‘ইশাকজাদে’ ও ‘শুধ্ দেশি রোমান্স’-এর মতো ছবির মাধ্যমে বলিউডে ক্রমেই জায়গা
শক্ত করছেন। পর্দায় তিনজনেরই ভালো সময় যাচ্ছে এখন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন