ফেসবুকে এবার ভেরিফাইড হলেন চিত্রনায়িকা মাহি
আপডেট:
রবিবার, ১৭ আগস্ট, ২০১৪
রবিবার, ১৭ আগস্ট, ২০১৪
আনুষ্ঠানিকভাবে
এবার স্বীকৃতি পেয়েছে ঢাকাই চলচ্চিত্রের এ সময়ের ক্রেজি অভিনেত্রী মাহিয়া
মাহির ফেসবুক ফ্যান পেইজ। ফেসবুক ১৬ আগস্ট রাত ২টায় পেইজটি ভেরিফাইড করে।
মাহির ফেসবুক পেইজে এখন পর্যন্ত লাইক দিয়েছেন ১,০৪,৪০৬ এরও বেশি ফ্যান।
এই নিয়ে মাহি খুবই উচ্ছসিত। পর্দা কাঁপানো এ নায়িকা ফেসবুকের এই স্বীকৃতি
ভক্তদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন।
তিনি বলেন, ফেসবুকে আমার নামে অনেকগুলো ভুয়া পেইজ ছিল। যার ফলে অনেক সময় অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো।
এই
স্বীকৃতির ফলে নিজেকে অনেক নিরাপদ মনে হচ্ছে। এখন আর এই ধরনের অনাকাঙ্খিত
বিড়ম্বনায় পড়তে হবে না। ভক্তদের ভালবাসায় আমি আজকের এই মাহি। এই স্বীকৃতি
আমি তাদেরকে উৎসর্গ করলাম।
মাহির জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত শাহীন সুমনের ‘ভালবাসার রং’ ছবির
মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক হয়। আগামী মাস থেকে মাহি তার নিজের প্রযোজিত
ছবির শুটিং শুরু করবেন। জাকির হোসেন রাজু পরিচালিত ছবিতে মাহির বিপরীতে
সম্পূর্ণ নতুন নায়ক থাকবেন।
এ ছাড়া মাহি আগামী বছর থেকে ‘অগ্নি-২’ ও
সালাউদ্দিন লাভলুর ‘ওয়ারিশ’ ছবিতে কাজ করবেন। কাজ শেষ করেছেন সাফি উদ্দিন
সাফির ‘বিগ ব্রাদার’ ও সৈকত নাসিরের ‘দেশা-দ্য লিডার’। ‘দেশা-দ্য লিডার’
আগামী কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে। সাধারণত ফেসবুক কর্তৃপক্ষ নিজেরা যাচাই
বাচাই করে বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় ব্যক্তি,
প্রতিষ্ঠান ইত্যাদির ফেসবুক পেইজের স্বীকৃতি দেয়।
এর ফলে পেইজের নামের ডান পাশে নীল রঙের টিক চিহ্ন দেখা যায় স্বীকৃতি
স্বরূপ। উল্লেখ্য, বাংলাদেশের প্রথম তারকা হিসেবে পড়শির ফেসবুক পেইজ
ভেরিফাইড হয়। বর্তমানে আশিটির অধিক বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের
ফেসবুক পেইজ ভেরিফাইড হয়েছে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন