, , No Comments

গাজায় শিশু হত্যায় মর্মাহত মেসি

Logoআপডেট: শনিবার, ০৯ আগস্ট, ২০১৪
এবি- ক্রীড়া ডেস্ক
গাজায় প্রতিদিনই স্কুলে নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। এর ফলে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে গাজার শিশুরা। এমনকি ইসরায়েলের এই অমানবিক অত্যাচারে প্রতিনিয়তই মারা যাচ্ছে অসংখ্য ফিলিস্তিনি শিশু।

গাজায় নির্মমভাবে শিশু হত্যা নিয়ে দুঃখ প্রকাশ করলেন আর্জেনটাইন তারকা লিওনেল মেসি। তিনি শিশু হত্যার নিন্দা জানিয়ে দ্রুত এর সমাধান কামনা করেছেন। এ বিষয়ে মেসি বলেন, ‘একজন বাবা ও ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে যেভাবে শিশু হত্যা করা হচ্ছে, তাতে আমি ভীষণভাবে ব্যথিত। সহিংসতা ইতিমধ্যে অনেক শিশুর প্রাণ কেড়ে নিয়েছে। অনেককে আহত করেছে।

তিনি আরো বলেন, ‘শিশুরা এই সহিংসতা সৃষ্টি করেনি। কিন্তু তারা এই সহিংতার মূল্য দিচ্ছে। কা-জ্ঞানহীন এই সহিংসতা শিগগিরই বন্ধ করা উচিত। যুদ্ধ সৈন্যদের মধ্যে সীমাবদ্ধ রেখে শিশুদের রক্ষা করা উচিত। সম্প্রতি জাতিসংঘের মহাসচিব বান কি মুন গাজায় স্কুলের কাছে মিসাইল হামলাকে ঘোরতর অনৈতিক ও অপরাধমূলক তৎপরতা বলেছেন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন