আশাবাদী আঁচল
এবি প্রতিবেদক
আঁচল অভিনীত সর্বশেষ ছবি মুক্তি পায় সাফিউদ্দিন সাফির পরিচালনায় ‘ফাঁদ’। এ ছবিটিতে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু ছবিটি আশানুরূপ ব্যবসা করেনি বলে এর পরিবেশনা সূত্রে জানা যায়।
আঁচল অভিনীত সর্বশেষ ছবি মুক্তি পায় সাফিউদ্দিন সাফির পরিচালনায় ‘ফাঁদ’। এ ছবিটিতে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু ছবিটি আশানুরূপ ব্যবসা করেনি বলে এর পরিবেশনা সূত্রে জানা যায়।
এর আগেও আঁচল অভিনীত একাধিক ছবি ফ্লপ তালিকায় ছিল। সে হিসেবে আঁচলকে
নিয়ে নির্মাতাদের একাধিক ছবি নির্মাণের কোন কারণ দেখা যায় না। নায়িকা
সঙ্কটের কারণেই আঁচলের ব্যস্ততা রয়েছে। তবে বড় রকমের সাফল্য না পেলে আঁচলের
টিকে থাকা সমস্যা হবে।
অবশ্য বর্তমানে আঁচল তার হাতে থাকা ছবিগুলো নিয়ে বেশ আশাবাদী। ছবিগুলো হলো- আশিকুর রহমানের ‘কিস্তিমাত’, মনিরুল ইসলাম সোহেলের ‘স্বপ্ন যে তুই’, নাবিল আশরাফের ভালবাসার ‘রংধনু’, শাহেদ চৌধুরীর ‘আড়াল’, আবুল কালাম আজাদের, শামিম আহমেদ রনির ‘মেন্টাল’ ও ‘হৃদয় দোলানো প্রেম’।
অবশ্য বর্তমানে আঁচল তার হাতে থাকা ছবিগুলো নিয়ে বেশ আশাবাদী। ছবিগুলো হলো- আশিকুর রহমানের ‘কিস্তিমাত’, মনিরুল ইসলাম সোহেলের ‘স্বপ্ন যে তুই’, নাবিল আশরাফের ভালবাসার ‘রংধনু’, শাহেদ চৌধুরীর ‘আড়াল’, আবুল কালাম আজাদের, শামিম আহমেদ রনির ‘মেন্টাল’ ও ‘হৃদয় দোলানো প্রেম’।
ছবিগুলোতে আঁচলের নায়ক আরেফিন শুভ, ইমন, নাইম, শাহরিয়াজ, ফাহিম ও
শাকিব খান। এ প্রসঙ্গে আঁচল বলেন, আমি সময়ের সব জনপ্রিয় নায়কের সঙ্গে কাজ
করে চলেছি। আশা করছি নির্মাণ চলতি ছবিগুলো সাফল্য পাবে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন