শ্যুটিং-এ চুমুর দৃশ্য করতে গিয়ে পরি-শাকিব হট!
ঢাকাই
সিনেমার হালের আলোচিত নাম পরি মনি। ছবির শ্যুটিং-এ চুমুর দৃশ্য করার সময়
পরি ও শাকিব দুজনেই নাকি হট হয়ে গিয়েছিলেন, এমনটা নিজেই জানিয়েছে পরি মনি!
‘ধূমকেতু’ শিরোনামে একটি চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন পরি।
আর সেই ছবিতে সম্প্রতি একটি চুমুর দৃশ্য করার সময় পরি ও শাকিব দুজনেই
নাকি হট হয়ে গিয়েছিলেন। এমনটাই দাবি পরির! এ নিয়ে মিডিয়া জুড়ে এখন
সমালোচনার ঝড় বইছে।
এযাবৎ প্রায় এক ডজন ছবিতে অভিনয়ও করে বেশ তুঙ্গে রয়েছন তিনি। যদিও
তার কোনো সিনেমা এখনো মুক্তি পায়নি। তবে নানা কারণে এরই মাঝে
আলোচিত-সমালোচিত হয়েছেন তিনি। এই যেমন এক পরিচালকের সিনেমাতে কাজের কথা
দিয়েও পরে তা করতে নারাজ হন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন