‘রাত্রির যাত্রী’তে মৌসুমী
আপডেট:
রবিবার, ১৭ আগস্ট, ২০১৪
রবিবার, ১৭ আগস্ট, ২০১৪
ঢালিউডের
জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী চূড়ান্ত হয়েছেন ‘রাত্রির যাত্রী’ চলচ্চিত্রের
জন্য নায়িকা হিসেবে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির নির্মাতা হাবিবুল ইসলাম
হাবিব।
এ প্রসঙ্গে তিনি বলেন, ছবিটির গল্প আর চরিত্রের সঙ্গে মিলে- অনেকদিন
থেকে এমন মেয়ে খুঁজেছি। অবশেষে পেলাম। চিত্রনায়িকা মৌসুমীকে নায়িকা হিসেবে
শনিবার চূড়ান্ত করেছি।
ছবির কাহিনীতে দেখা যাবে, এক মেয়ে ও এক ছেলের মধ্যে প্রেম হয়। বাধাপ্রাপ্ত হয়ে মেয়েটিকে গ্রাম থেকে শহরে চলে আসতে হয়।
শহরে এসে রাতে ট্রেন থেকে নামার পর শুরু হয় গল্প। ভোরে গিয়ে গল্পটি শেষ
হয়। এক কথায় প্রেম-ভালবাসা-জীবন সংগ্রামে প্রতিষ্ঠা পাওয়ার গল্প ‘রাত্রির
যাত্রী’। আশির দশকে হাবিবুল ইসলাম হাবিবের লেখা মঞ্চনাটক ‘উল্টো রাত পাল্টা
দিন’-এর ছায়া অবলম্বনে এই চলচ্চিত্রটি নির্মিত হবে বলে জানা গেছে।
পরিচালক বলেন, একজন মেয়ের জার্নির গল্প ‘রাত্রির যাত্রী’। অন্ধকার
বা অনিশ্চিতের পথে যাত্রা। মেয়েটি স্বপ্নের সন্ধানে সারারাত জার্নি করে।
দোদুল্যমানতায় ভর করে তার মন। যা চায় তা পাবে কি পাবে না? ভোর হবে কি হবে
না? তার ফেলে আসা জীবন, বর্তমান ও ভবিষ্যতের ভাবনা- শৈল্পিকভাবে উঠে আসে
গল্পে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন