শাহরুখকে বলিউডের রাজা বললেন সালমান
আপডেট:
সোমবার, ০৪ আগস্ট, ২০১৪
এবি ডেস্ক
ঈদের আগে মুক্তি পাওয়া ‘কিক’ ভারতেই দুইশ’ কোটি রুপি আয়ের পথে এগুচ্ছে। বলিউডে এর আগে ওয়ান্টেড, দাবাং, রেডি, বডিগার্ডের মত একের পর এক সিনেমা একশ’ কোটির ওপর ব্যবসা করেছে তার ছবি।
ঈদের আগে মুক্তি পাওয়া ‘কিক’ ভারতেই দুইশ’ কোটি রুপি আয়ের পথে এগুচ্ছে। বলিউডে এর আগে ওয়ান্টেড, দাবাং, রেডি, বডিগার্ডের মত একের পর এক সিনেমা একশ’ কোটির ওপর ব্যবসা করেছে তার ছবি।
এমনি অবস্থায় তিনি বললেন ভিন্ন কথা। তার
মতে ‘রাজার’ আসনে শাহরুখকেই মানায়। তিনি বলেন, আমি নিজেকে রাজার আসন থেকে
অনেকটাই পেছনে রাখতে চাই। বলিউডে ইতোমধ্যেই একজন রাজা আছেন।
আমার কোন সমস্যা নেই যদি তিনিই রাজার আসনে
থাকেন। ঈদে মুক্তি পাওয়া সালমানের নতুন সিনেমা ‘কিক’ যদিও সমালোচকদের
তুষ্ট করতে পারেনি, কিন্তু ইতোমধ্যেই ‘কিক’-এর বক্স অফিস সংগ্রহ দেড়শ’ কোটি
রুপি ছাড়িয়েছে।
এ বিষয়ে সালমান বলেন, ২০০ কোটি কেন? আমরা চাই সিনেমাটি আরও ভাল আয় করুক। স¤প্রতি গুঞ্জন উঠেছিল, নিজের ব্যানারে অভিনয়ের জন্য পারিশ্রমিক হিসেবে সালমান এবং আমির প্রত্যেককে ১৫০ কোটি রূপি দেবেন প্রযোজক কারান জোহার। কিন্তু দুজনেই খবরটি মিথ্যা বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে সালমান বলেন, এখনকার সিনেমাগুলো ৩০০ কোটির মাত্রাও ছাড়াতে পারছে না, অনেকে তো মূলধনও তুলতে পারছে না। আমরা কি মনে করে ১৫০ কোটি পারিশ্রমিক চাইব? এইসব গুঞ্জন অর্থহীন।’
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন