, , No Comments

নগ্ন ছবি প্রকাশের ঘটনা মিথ্যা বলে দাবি করলেন ইমনের পরিবার

Logoআপডেট:
মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০১৪




1

এবি প্রতিবেদক
ষড়যন্ত্রের
শিকার বলে দাবি করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক শওকত আলী ইমন। সোমবার
সংবাদমাধ্যমে নিজেকে নির্দোষ দাবি কওে একটি বিবৃতি পাঠিয়েছেন কারাবন্দি এ
সংগীত পরিচালকের পরিবার।






বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন ইমনের বোন রেবেকা সুলতানা, সালমা সুলতানা,
রেহানা সুলতানা, আবিদা সুলতানা, চিত্রা সুলতানা ও ভাই মোহাম্মদ আলি সুমন।
বিবৃতিতে বলা হয়, ‘শওকত আলী ইমন একই সঙ্গে ১৬টি চলচ্চিত্রের সংগীত
পরিচালনার কাজে ব্যস্ত আছেন।






কিন্তু দুঃখজনক হলেও সত্যি তার এই কর্মব্যস্ত সময়ে তাকে হেয় এবং
সামাজিকভাবে তার ভাবমূর্তি ক্ষুণœ করার জন্য কিছু লোক উঠেপড়ে লেগেছে। যার
প্রেক্ষিতে সম্প্রতি মিথ্যা ও বানোয়াট মামলা সাজিয়ে ইমনকে তার বাড়ির দরজা
ভেঙে গ্রেপ্তার করা হয়। ইমনকে থানায় হাজির করার আগেই অসংখ্য টিভি চ্যানেলের
ক্যামেরা ও পত্রিকার সাংবাদিকরা থানায় উপস্থিত ছিলেন।






এতে আমাদের স্পষ্ট ধারণা এবং এটি একটি সাজানো ঘটনা’ বলেও দাবি করেন
তারা। উল্লেখ্য, স্ত্রী জিনাত কবির তিথির নগ্ন ছবি প্রকাশের অভিযোগে ২১শে
আগস্ট রাতে শওকত আলী ইমনকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তাকে কারাগারে
পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে তিথি ১৮ই আগস্ট তথ্যপ্রযুক্তি আইনে
(আইসিটি অ্যাক্ট) রমনা থানায় ইমনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।






এজাহারে তিনি অভিযোগ করেন, এক বছর ধরে ইমন কৌশলে তার আপত্তিকর ছবি
তোলেন। পরে তার কাছে পাঁচ কোটি টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায়
সেসব ছবি প্রকাশ করার হুমকি দেয় ইমন। বিবৃতিতে ইমনের পরিবার আরও বলেন,
‘একজন মানুষ দোষী কি নির্দোষ আদালতেই তা প্রমাণ হবে। কিন্তু আমরা অত্যন্ত
দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, অভিযোগ প্রমাণের আগেই ইমনকে দোষী সাব্যস্ত করে
তোলার চেষ্টা চলছে। এ কারণে তার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন