দুই বাংলার রবীন্দ্রচর্চায় আমি কোন পার্থক্য দেখিনা
আপডেট:
বুধবার, ০৬ আগস্ট, ২০১৪
বুধবার, ০৬ আগস্ট, ২০১৪
বিশ্ব কবি রবীন্দ্রনাথের ৭৩তম প্রয়াণ দিবস। এ উপলক্ষে দেশের
বেতার-টেলিভিশনসহ সাংস্কৃতিক অঙ্গনে রয়েছে বিশেষ বিশেষ আয়োজন। আজ নানা
অনুষ্ঠানে কবিগুরুর বন্দনায় ব্যস্ত থাকবেন উপমহাদেশের প্রখ্যাত
রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। প্রাসঙ্গিক বিষয়ে কথা হলো
তার সাথে- ফারুক হোসেন শিহাব।
এবার কবিগুরুর প্রয়াণ দিবসে ব্যস্ততা কেমন?
-
ব্যস্ততা শুরু হয়েছে অনেক আগে থেকেই। তবে আজ বিটিভি, দেশ টিভি এবং চ্যানেল
আই সহ বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে গান করবো।
রবীন্দ্র নাথ স্বরণে আপনার গড়া সংগঠন সুরেরধারার উদ্যোগে কোন আয়োজন রয়েছে কি?
- সুরেরধারার নিয়মিত কার্যক্রম চলছে। তবে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস উপলক্ষে বিশেষ কোন আয়োজন করা হচ্ছেনা।
দুই বাংলার রবীন্দ্রচর্চায় কি ধরণের পার্থক্য রয়েছে বলে মনে করছেন?
-
এপার বাংলা ওপার বাংলা যাই বলিনা কেন, দুই বাংলাতেই প্রচুর রবীন্দ্রচর্চা
হচ্ছে। এখানে আমি কোন পার্থক্য দেখিনা এবং খুঁজিওনা। কেননা রবীন্দ্রনাথের
যেই স্বত্তা-মৌলিকতা বা আবেদন, তা যথার্থ বজায় রেখেই চর্চা হচ্ছে।
বাদ্যযন্ত্রের আধুনিকায়নের সাথে সাথে সঙ্গীতাঙ্গনের এক্সপেরিমেন্টকে কিভাবে দেখছেন?
-
সময়ের সাথে পাল্লা দিয়ে সব কিছুতেই আধুনিকায়ন হচ্ছে। রবীন্দ্রসঙ্গীতেও
নতুন নতুন বাদ্য যন্ত্রের ব্যবহার হচ্ছে। বিষয়টি ইতিবাচক। এখানে
রবীন্দ্রসঙ্গীতের মৌলিকতায় কোনপ্রকার হস্তক্ষেপ হচ্ছেনা, হওয়ার সুযোগও নেই।
আপনার নতুন অ্যালবামের কাজ কতদূর?
-
এরই মধ্যে আমার দুটি অ্যালবাম বেরিয়েছে। ইমপ্রেস এর ব্যানারে ‘কোন গগনের
তারা’ এবং কলকাতা থেকে ‘স্বপ্নের আভাস’ শিরোনামের আরেকটি অ্যালবাম
বেরিয়েছে। দুটি অ্যালবামই যথেষ্ট ভালো হয়েছে, শ্রোতাদের মন ভরাবে। তাছাড়া
স্বামী বিবেকানন্দ ও রবি ঠাকুরের গান নিয়ে নতুন আরেকটি অ্যালবামের কাজ
চলছে। আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ এটিও প্রকাশ করতে পারবো বলে আশা করছি।
রবীন্দ্রচর্চার প্রসারে আপনার ভবিষ্যৎ কোন পরিকল্পনা রয়েছে কি?
-
সেভাবে বলার মতো কোন পরিকল্পনা নেই। তবে রবীন্দ্র প্রেমেইতো ডুবে আছি।
জীবনের শেষ দিন পর্যন্ত থাকবো। আর শিক্ষিত ও রুচীশীল একটা শ্রেণী পর্যন্ত
রবীন্দ্রচর্চা বা রবীন্দ্রনাথের শিল্পপ্রেম, সঙ্গীতপ্রেম যথেষ্ট রয়েছে।
মিডিয়ার কল্যাণে ক্রমাগত এটি আরও প্রসারিত হচ্ছে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন