অপ্রাপ্ত বয়স্কদের জন্য রানীর ছবি নিষিদ্ধ!
এবি ডেস্ক
বলিউড
তারকা রানী মুখার্জি অভিনীত যশ-রাজ ফিল্মসের সর্বশেষ সিনেমা ‘মারদানি’র
জন্য বলিউড পাড়ায় যেন গুঞ্জনের শেষ নেই। এবার এলো নতুন খবর। এ সিনেমা নাকি
তারাই দেখতে পারবেন, যাদের বয়স আঠারো বছর পার হয়েছে।
এমনই নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সিনেমা বোর্ড। চলচ্চিত্রটিতে বেশ
কিছু রগরগে দৃশ্যে থাকার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সেন্সর বোর্ড। এ
ছবির একটি দৃশ্যে দেখানো হয়েছে ধর্ষণের পর সম্পূর্ণ নগ্ন ও রক্তাক্ত
অবস্থায় পড়ে রয়েছে একটি মেয়ে।
আর ছবিটির খলনায়ক ছুরি দিয়ে নগ্ন মেয়েটির শরীরে নির্যাতন করছে।
সিনেমাটিতে রানী মুম্বাই পুলিশের অপরাধ বিভাগের একজন কর্মকর্তার চরিত্রে
অভিনয় করেছেন, একটি জটিল মামলার তদন্তভার হাতে নেওয়ার পর জীবনের অনেক কিছুই
বদলে যায় তার। এমন চরিত্রে রানীকে এর আগে দেখা যায়নি।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন