‘সিকান্দার বক্স এবার বান্দরবানে’
এবার নির্মিত হচ্ছে সিকান্দার বক্স সিরিজের নতুন কিস্তি ‘সিকান্দার বক্স এবার বান্দরবানে’।
এবারের নাটকটিও লিখছেন ও পরিচালনা করবেন সাগর জাহান। এতে সিকান্দার চরিত্রে যথারীতি অভিনয় করবেন মোশাররফ করিম।
তবে তার সহশিল্পী কে থাকবেন তা এখনও চূড়ান্ত হয়নি। আগামী কোরবানি ঈদে ছয়
পর্বের এই নাটকটি প্রচার হবে বাংলাভিশনে। নাটকটি প্রসঙ্গে সাগর জাহান
বলেন, ‘দর্শকরা সিকান্দার বক্সকে ধারাবাহিকভাবে পছন্দ করায় আমি অনেক
আনন্দিত।
এবার সিকান্দার বক্সকে নিয়ে যাচ্ছি বান্দরবানে। ঢাকায়ও কাজ করবো। এর
আগে নির্মাতা সাগর জাহানের ‘সিকান্দার বক্স এখন অনেক বড়’, ‘সিকান্দার বক্স
এখন বিরাট মডেল’, ‘সিকান্দার বক্স এখন পাগলপ্রায়’, ‘সিকান্দার বক্সের
হাওয়াই গাড়ি’ নাটকগুলো দর্শকপ্রিয় হয়েছিল।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন