, , No Comments

ইনজুরিতে তামিম

Logoআপডেট: মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০১৪
এবি-ক্রীড়া প্রতিবেদক

আবারও ইনজুরির কবলে পড়লেন অফ ফর্ম টাইগার ব্যাটার তামিম ইকবাল। সোমবার অনুশীলন করার সময় পায়ে চোট পেয়েছেন তিনি। বিকেলে নেটে ব্যাট করছিলেন তামিম।এক পর্যায়ে পেসার তাসকিনের একটি ইয়র্কার তার ডান পায়ে আঘাত হানে।

পায়ের তালুতে প্রচ- ব্যথা অনুভব করার এরপর দিনে আর অনুশীলন করেননি এ ওপেনার। এমনকি বিকেলে স্বাভাবিকভাবে হাঁটতেও পারছিলেন না তিনি। নিজের ইনজুরি সম্পর্কে জানাতে গিয়ে তামিম সংবাদকর্মীদের বলেন,বলে অনেক বেশি গতি ছিল। 

 সোজা জুতায় আঘাত লাগায় ব্যথা বেশি পেয়েছি। এখনও ব্যথা আছে। ব্যথার কারণেই আজ এক্সরে করানো হয়নি। তবে কাল এক্সরে করানো হতে পারে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন