কবি গুরুর প্রয়াণ দিবসে অদিতি মহসিনের ব্যস্ততা
এবি প্রতিবেদক
আজ ৬ আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে বিভিন্ন চ্যানেলে গান গাইবেন প্রতিভাধর রবীন্দ্র সঙ্গীতশিল্পী অদিতি মহসিন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত নিয়ে পড়াশোনা করেছেন শান্তিনিকেতনে তিনি।
আজ ৬ আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে বিভিন্ন চ্যানেলে গান গাইবেন প্রতিভাধর রবীন্দ্র সঙ্গীতশিল্পী অদিতি মহসিন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত নিয়ে পড়াশোনা করেছেন শান্তিনিকেতনে তিনি।
সংগীতজীবনে পেয়েছেন অসংখ্য পুরস্কার। আজকের ব্যস্ততা নিয়ে তিনি
জানিয়েছেন তা র কাছে এ দিনটি আলাদা মর্যাদার। কেননা বাংলা সাহিত্যের
অবসংবাদিত পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ হয়েছিল এ দিনে।
এ উপলক্ষে আজ বিটিভি, একাত্তর টিভি, দেশটিভি ও এসএ টিভিতে গাইবেন অদিতি।
দেশ টিভির ‘বাদলা হাওয়ায় মনে পড়ে’ অনুষ্ঠানে বিরহের কিছু গান করবেন তিনি।
আর বিটিভি ও এসএ টিভির ‘মনজাগো মঙ্গলালোকে’ অনুষ্ঠানে প্রেম ও পূজার গান।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন