‘চার বোতল ভদকা’র জন্য হানি ও সানিকে আদালতে তলব
এবি প্রতিবেদক
পর্ণস্টারখ্যাত বলিউডের এ সময়ের ক্রেজি অভিনেত্রী সানি লিওন এবং হানি দুজন’কেই দিল্লি আদালতে তলব করা হয়েছে। কেননা আবারও বিতর্কে জড়িয়েছে ইয়ো ইয়ো হানি সিংয়ের ‘চার বোতল ভদকা কাম মেরা রোজকা’ গানটি।
পর্ণস্টারখ্যাত বলিউডের এ সময়ের ক্রেজি অভিনেত্রী সানি লিওন এবং হানি দুজন’কেই দিল্লি আদালতে তলব করা হয়েছে। কেননা আবারও বিতর্কে জড়িয়েছে ইয়ো ইয়ো হানি সিংয়ের ‘চার বোতল ভদকা কাম মেরা রোজকা’ গানটি।
গানটির সঙ্গে অক্ষয় কুমারের আসন্ন সিনেমা ‘এন্টারটেনমেন্টে’র ‘আজ ম্যায়নে পি হ্যা’ নিয়েও দিল্লির আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে।
হানি সিংয়ের গানটিতে কাজ করার জন্য সানি লিওন এবং হানি দুজন’কেই দিল্লি 
আদালতের তরফ থেকে সমনে হাজির থাকার কথা বলা হয়েছে। হানির গানটি নিষিদ্ধ করা
 এবং ‘এন্টারটেনমেন্টে’র গানটি আটকে দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করা 
হয়েছে।
গানটির মাধ্যমে যে বার্তা দেওয়া হয়েছে তা সমাজে ক্ষতিকর প্রভাব বিস্তার 
করতে পারে এবং যুব স¤প্রদায়’কে সঠিক পথে চালিত করার জন্য এই ধরনের গানগুলি 
বন্ধ করা উচিত এমনটাই বলেছেন বিচারক কুনাল কটুমরিয়া। 
আগামী ২১ অগস্ট দিল্লি
 আদালতে মামলাটির শুনানি হবে বলে জানা গেছে। যদিও এই প্রসঙ্গে কোন ধরনের 
মন্তব্য করতে রাজি হননি হানি সিং বা অক্ষয় কুমার ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন