প্রধানমন্ত্রীকে বিয়ের নিমন্ত্রণপত্র দিলেন মুশফিকুর রহিম
আপডেট:
বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০১৪
বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০১৪
আগামী সেপ্টেম্বরের ২৭ তারিখে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
এ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিয়ের নিমন্ত্রণপত্র দিয়েছেন তিনি।
বুধবার গণভবনে গিয়ে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক প্রধানমন্ত্রীকে বিয়ের
নিমন্ত্রণপত্র দেন। এসময় সঙ্গে ছিলেন তাঁর বাবা মাহবুব হামিদ ও মা রহিমা
খাতুন। গত বছরের অক্টোবরের শেষ সপ্তাহে মাহমুদউল্লাহ রিয়াদের শ্যালিকার
সঙ্গে আংটি বদল করেছেন মুশফিক।
মুশফিকের হবু বউয়ের নাম জান্নাতুল ফেরদৌস মন্ডি। তিনি প্রাইম বিশ্ববিদ্যালয়ে বিবিএতে তৃতীয় বর্ষে পড়াশোনা করছেন।
আংটি বদলের এক বছর পর আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন
তারা। জানা গেছে, আগামী ৮ অক্টোবর বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করবেন টাইগার
দলপতি। বিয়ের কারণে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এশিয়ান গেমসে খেলতে
পারছেন না মুশফিক। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক
আহমেদ। এশিয়ান গেমসের জন্যে স্কোয়াডের সদস্যদের তালিকা বোর্ডকে জমা
দিয়েছেন প্রধান নির্বাচক। দুই/একদিনের মধ্যে স্কোয়াড ঘোষণা করতে পারে
বিসিবি। অধিনায়ক মুশফিকুর রহিম বিয়ের কারণে দলের সঙ্গে যাচ্ছেন না।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন