রবি ঠাকুরের নায়িকা এবার অপর্ণা ঘোষ
এবি প্রতিবেদক
রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন নাটক বা গল্পের নারী চরিত্রে এরই মধ্যে বহু অভিনেত্রীই অভিনয় করেছেন। কবিগুরুর তেমনি একটি উল্লেখযোগ্য নারী চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ।
তার ‘বিচারক’ গল্পের প্রধান নারী চরিত্র হেমশশী। গল্পটি এবার উঠে আসছে টিভি পর্দায়। এতে হেমশশী চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা। ‘কনক’ নামের নাটকটির চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল। সম্প্রতি এর দৃশ্যধারণ শেষ হয়েছে। এতে অপর্ণার সহশিল্পী জিতু আহসান।
এমন একটি চরিত্রে অভিনয় প্রসঙ্গে আমার বিনোদনকে অপর্ণা বলেন, ‘নাটকে গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে দেখানোর চেষ্টা করা হয়েছে। মূলগল্পে চরিত্রের নাম হেমশশী হলেও নাটকে আমার নাম কনক।’ নাটকটি ৬ আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে এনটিভিতে রাত ৯টায় প্রচার হবে।
রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন নাটক বা গল্পের নারী চরিত্রে এরই মধ্যে বহু অভিনেত্রীই অভিনয় করেছেন। কবিগুরুর তেমনি একটি উল্লেখযোগ্য নারী চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ।
তার ‘বিচারক’ গল্পের প্রধান নারী চরিত্র হেমশশী। গল্পটি এবার উঠে আসছে টিভি পর্দায়। এতে হেমশশী চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা। ‘কনক’ নামের নাটকটির চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল। সম্প্রতি এর দৃশ্যধারণ শেষ হয়েছে। এতে অপর্ণার সহশিল্পী জিতু আহসান।
এমন একটি চরিত্রে অভিনয় প্রসঙ্গে আমার বিনোদনকে অপর্ণা বলেন, ‘নাটকে গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে দেখানোর চেষ্টা করা হয়েছে। মূলগল্পে চরিত্রের নাম হেমশশী হলেও নাটকে আমার নাম কনক।’ নাটকটি ৬ আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে এনটিভিতে রাত ৯টায় প্রচার হবে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন