, , No Comments

হলিউডে অভিনয় করে হতাশ জুহি চাওলা!

Logoআপডেট: শুক্রবার, ০৮ আগস্ট, ২০১৪
এবি ডেস্ক
যে কোনও ভারতীয় অভিনয় শিল্পীর জন্য হলিউডের ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়াটা বিরাট ব্যাপার। এবার সেই সৌভাগ্য কড়া নাড়ছে  বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলার জন্য।

'দ্যা হান্ড্রেড ফুট জার্নি ' ছবি দিয়ে হলিউডে পা রাখতে চলেছেন জুহি। কিন্তু শোনা যাচ্ছে জুহি চাওলা নিজের এই ভেঞ্চার নিয়ে মোটেই খুশি নন। কারণ জুহির অভিনীত অনেকটা অংশ কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে।

এখন নাকি মাত্র একটা সিনে জুহিকে দেখা যাবে। এ ঘটনায় বিষণ অপমানিত বোধ করছেন জুহি চাওলা। এতে তিনি এতই হতাশ যে, এই ছবি নিয়ে একটুও উৎসাহ নেই তার। এমনকী এই ছবির কথা কারওর কাছে উল্লেখ ও করছেন না। এই ছবিতে জুহিকে অভিনেতা ওম পুরীর স্ত্রী এবং হিরোর মায়ের চরিত্রে দেখা যাবে। প্রথমে নাকি অনেকগুলো সিনে থাকার কথা ছিল জুহির। কিন্তু ছবির নির্মাতারা পরে তা কেটে ছোট করে দিয়েছে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন