, , No Comments

রবি ঠাকুরের প্রয়াণ দিবসে ৭টি নাটক

Logoআপডেট: বুধবার, ০৬ আগস্ট, ২০১৪
এবি প্রতিবেদক
আজ ২২ শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। দিনটি উপলক্ষে বিভিন্ন চ্যানেলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানমালায় উল্লেখযোগ্য অংশ জুড়ে রয়েছে নাটক। রবি ঠাকুরের স্মরণে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে ৭টি নাটক। নাটকগুলো হল-

পাত্র ও পাত্রী
চ্যানেল আইতে রাত ৭টা ৫০মিনিটে প্রচার হবে নাটক ‘পাত্র ও পাত্রী’। রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল। এতে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, নাদিয়া, খায়রুল আলম সবুজ, সাবেরী আলম, নরেশ ভূঁইয়া, হারুনুর রশিদ, স্বপন প্রমুখ।

আপদ
রাত ৮টায় এটিএনবাংলায় রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটক ‘আপদ’। ফেরদৌস হাসানের নাট্যরুপ ও পরিচালনায় এতে অভিনয়ে রয়েছেন দিলারা জামান, আব্দুল্লাহ রানা, বন্যা মির্জা প্রমুখ।

কনক
এনটিভিতে রাত ৯টায় প্রচার হবে নাটক ‘কনক’। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিচারক’ গল্পের অনুপ্রেরনায় নাটকটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল। অভিনয় করেছেন- অপর্ণা, জিতু আহসান, আশিক চৌধুরী, রাসেল, পৃথু প্রমুখ।

মাল্যদান
রাত ৮টা ২০ মিনিটে আরটিভিতে প্রচার হবে নাটক ‘মাল্যদান’। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মাল্যদান’ গল্প অবলম্বনে এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। অভিনয়ে তিশা, আরমান পারভেজ  মুরাদ, সাব্বির আহমেদ, বন্যা মির্জা প্রমুখ।

জীবিত ও মৃত
দুপুর ৩টা ২ মিনিটে মাছরাঙায় রয়েছে নাটক ‘জীবিত ও মৃত’। রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে এটি পরিচালনা করেছেন নূরুল আলম আতিক।

ত্যাগ
রাত ৮ টায় মাছরাঙায় প্রচার হবে নাটক ‘ত্যাগ’। রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে এটি পরিচালনা করেছেন শুভ্র উজ্জ্বল। অভিনয়ে পীযুষ বন্দোপাধ্যায়, ইন্তেখাব দিনার, সানজিদা প্রীতি প্রমুখ।

বদনাম
এসএ টিভিতে রাত ৯টায় প্রচার হবে নাটক ‘বদনাম’। রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে এটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। অভিনয়ে সাদিয়া ইসলাম মৌ ও মাজনুন মিজান।


0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন