ফের জুটিবদ্ধ হলেন ফেরদৌস-নিপুণ
আবারও জুটি বাঁধলেন বড়পর্দার জনপ্রিয় তারকাজুটি ফেরদৌস ও নিপুণ।
সম্প্রতি মাদকের কুফলবিষয়ক একটি শিক্ষামূলক চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তারা। নতুন চলচ্চিত্রটির নাম 'স্বর্গ থেকে নরক'।
এটি পরিচালনা করছেন ডা. অরূপ রতন চৌধুরী। ইতিমধ্যেই তেজগাঁওয়ের
'মাদকাশক্তি নিরাময় কেন্দ্রে' শুটিং করেছেন পরিচালক। গত সোমবার চিত্রগ্রাহক
মাহফুজুর রহমানের চিত্রগ্রহণে ফেরদৌস ও নিপুণকে নিয়ে একটি গানের দৃশ্যায়ন
হয়।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন