, , No Comments

বিটিভিতে শেখ রাসেলকে নিয়ে টেলিছবি ‘শেখ রাসেল এক ফুলকুঁড়ি’

Logoআপডেট: শনিবার, ০৯ আগস্ট, ২০১৪
এবি প্রতিবেদক
এবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলকে নিয়ে তৈরি করা হলো টেলিছবি ‘শেখ রাসেল এক ফুলকুঁড়ি’। টেলিছবিটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন বিটিভির উপ-মহাপরিচালক বাহার উদ্দিন খেলন।

এতে শেখ রাসেলের চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী আরিয়ান। এছাড়া শেখ রাসেলকে দেখাশুনার দায়িত্বে থাকা আম্বিয়ার মা চরিত্রটিতে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী।  আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের বিশেষ অনুষ্ঠানমালায় এটি প্রচার হবে বলে জানিয়েছেন প্রযোজক মাহফুজার রহমান।

এ প্রসঙ্গে নির্মাতা বাহার উদ্দিন খেলন বলেন, ‘খুব কাছ থেকে আমার দেখার সুযোগ হয়েছিলো শেখ রাসেলের খেলাধূলা আর শিশু বয়সের সেই দিনগুলো। রাসেলকে নিয়ে একটি ভিডিও ফিল্ম নির্মাণের স্বপ্ন আমার দীর্ঘদিনের। টেলিছবিটিতে চেষ্টা করেছি এ প্রজন্মের শিশুদের কাছে তুলে ধরতে শেখ রাসেলের বেড়ে ওঠা ও ১৫ আগস্টের নৃশংস হত্যাকা-ের সেই দুঃসহ স্মৃতিকথা।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন