, , No Comments

ববির অর্ধনগ্ন পোস্টার নিয়ে বিতর্কের ঝড়!

Logoআপডেট: রবিবার, ২৭ জুলাই, ২০১৪
এবি ডেস্ক
আবারও খোলামেলা হয়ে ক্যামরা বন্দি হয়েছেন ঢালিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী ববি।

এবার ঈদে মুক্তি পাচ্ছে ববি অভিনীত ছবি ‘আই ডোন্ট কেয়ার’। সম্প্রতি এর সুটিং করতে গিয়ে অর্ধনগ্ন হয়েছেন তিনি। এ নিয়ে বর্তমানে সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে।

ইতিমধ্যে ছবিটির বেশ কিছু পোস্টার ঢাকাসহ সারাদেশে লাগানো হয়েছে। পোস্টার অর্ধনগ্ন হয়ে পোজ দিয়েছেন ববি। কিন্ত পোস্টার দেখেই বোঝা  যাচ্ছে, এটি কাট পেস্ট করে মাথা লাগানো।

শুধু তাই নয়, পোস্টার রয়েছে ঢালিউডের হারিয়ে যাওয়া সেই অশ্লীলতার ছাপ। মজার ব্যাপার হচ্ছে, পোস্টারটি তৈরি হয়েছে মোহাম্মদ হোসেনের বিতর্কিত অশ্লীল ছবি ‘ফায়ার’র পোস্টারের আদলে। অবশ্য পোস্টার উপরেই বড় লেখাও আছে ‘ঈদ ফায়ার’। এরই মধ্যে পোস্টারটি নিয়ে দর্শকদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। মোহাম্মদ হোসেন পরিচালিত এ ছবিটিতে ববির বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী।  তবে এ ব্যাপারে ববির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।


0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন