, , No Comments

আবারও প্রিয়াঙ্কা-পরিণীতির লড়াই

Logoআপডেট:
বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০১৪
1

এবি ডেস্ক
গত বছরের মত আবারও মুখোমুখি হতে যাচ্ছেন দুই বোন প্রিয়াঙ্কা চোপড়া ও পরিণীতি চোপড়া।
পরিণীতির
আসছেন প্রেমের ছবি 'দাওয়াত-এ-ইশক' নিয়ে। অন্যদিকে ৩২ বছর বয়সী
প্রিয়াঙ্কাকে 'মেরি কম' ছবিতে দেখা যাবে অলিম্পিক পদকজয়ী বক্সারের ভূমিকায়।
দুটি ছবিই মুক্তি পাবে আগামী ৫ সেপ্টেম্বর। গত বছর প্রিয়াঙ্কার
'জঞ্জির'-এর তুলনায় ভালো ব্যবসা করেছে পরিণীতির 'শুধ্ দেশি রোমান্স'।
কিন্তু পরিণীতির আশা, এবার দুটি ছবিই ভালো ব্যবসা করবে। এ প্রসঙ্গে পরিণীতি
বলেন, 'গতবার আমরা বলেছিলাম, এটি চোপড়া সপ্তাহ। কাকতালীয়ভাবে এ বছরও
আমাদের দুই বোনের ছবি আসছে একই দিনে। বলা যায় এটা চোপড়া সপ্তাহ পার্ট টু! এ
নিয়ে আমরা দু'জনই হেসে কুটিকুটি।
ভোগ বিউটি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের
লালগালিচায় পা রেখে পরিণীতি আরও বলেন, 'আমার আশা, এবার দুটি ছবিই ব্যবসাসফল
হবে ও মানুষের মন জয় করবে। প্রিয়াঙ্কার জন্য শুভকামনা রইলো। এখনকার
দর্শকরা তারকার নামে ছবি দেখতে প্রেক্ষাগৃহে আসে না বলে মনে করেন পরিণীতি।
চার ছবির এই অভিনেত্রীর ভাষ্য, 'অবস্থা এখন পাল্টেছে। তারকাদের মতো নবীনরাও
ভালো করছে। শুধু বড় তারকাই নয়, আমাদের মতো নবীনদের ছবিও দল বেঁধে দর্শকরা
দেখছে। তাই যে কোনো ছবির সাফল্যের সব কৃতিত্ব দর্শকদের। নতুন মুখ, নতুন
মানুষ ও সব ধরনের ছবি দেখার পিপাসা আছে তাদের।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন